আমি তো সমঝোতা চাই না,
স্মারকলিপির কি প্রয়োজন?
তাই সুবিধাবাদী চরিত্রটাকে
নাই করলে সম্মুখে উন্মোচন।
আমার সিদ্ধান্ত নিরেট ছিলো
হয় আমার- নাহয় আমার না,
চেয়েছি একান্ত আনুগত্যটুকু
এর বাইরে কিছুর দরকার না।
তুমি ভেবেছিলে শোষক আমি
গলে যাবো তোষামোদি কথায়,
এদিকে শাসন করি শক্ত হাতে
রাজ্য গড়েছি নীতি পরিচর্যায়।
রাজর্ষী ক্ষমতার অপপ্রয়োগেই
তুমি ভুলকে অস্বীকার করেছো,
ক্ষমা না চেয়ে অযথা তর্ক করে
ভুলের পক্ষেই সাফাই গেয়েছো।
ভুল হওয়া অস্বাভাবিক কিছু না
কঠিন কিছু না ক্ষমা চাওয়াটাও,
কিসের অহংবোধে জড়িয়ে তুমি
খোয়াতে চাও নিজ অস্তিত্বটাও!
আমার ফরমানে যদি দণ্ডই পাও
আমার রাণী হয়ে নির্বাসন পাবে।
সোহাগ তো দূর মুখও দেখবো না
ভুলের মাশুল গুনে একা পস্তাবে।
তুমি ভুল থেকে শেখনি প্রিয়তমা
সতর্ক করেছি বারংবার লঙ্ঘনে,
সমঝোতা হবে না আর অনুনয়ে
আঘাত দিয়েছো বুকের গহীনে।
অধিকারের আতঙ্কে বিমর্ষ মুখে
প্রতিনিয়ত ক্ষণ পোহাবে যন্ত্রণার,
হৃদয়ের প্রেমে ভাটা পড়ে ভীষণ
মগজের মসনদ হারালে একবার।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৩-০৩-২০২৪ (দুপুরে)