শব্দ যখন শব্দ করে পায় ভাষণ প্রতিরূপ-
আঙুল উচায় কল্প রেখায় জনের প্রতিনিধি!
লেবাস আহা সফেদ বড়ো চিরযৌবনা স্বরূপ
নীতির নামে ভীতি ছড়ায় সাজিয়ে স্বার্থের বিধি।
ঘূর্ণি বায়ে চরক ঘুরে; আর ঘুরে মাথা-মগজ,
ঘোড়া ডিঙিয়ে গাধায় মন্ত্রী তায় রাজত্বে তামাশা!
সুদখোর সোনাগাজি হাপিত্যেশে করে গজগজ
বয়স আশির কোঠে তাও মিটেনি কোটির আশা।


সখের বিলাই ইঁদুর পোষে, গোলায় রাখা ধান,
আম-ছালার দশা কঠিন বাহারে হচ্ছে প্রকট!
স্বচক্ষে দেখে, গেরস্তের হলো দুধের লোকসান
কাজের কাজি ডিগবাজি খেয়ে করছে কসরত!
নখের খামচি খাইতে না-রি বিষ মিশিয়ে দুধে
সোনাগাজি'র হিসাব কেনো মিলে না আসল সুদে?


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২১-০১-২০২৪ (দুপুরে)