অজানা গন্তব্যের যাত্রাতে এগিয়ে যেতে
নিষ্ঠুর বাস্তবতায় পারবো না সঙ্গে নিতে,
আমার সাধ্যি নেই অত সোহাগি হওয়ার
মায়ার দাবি মেনে তোমায় সঙ্গে নেওয়ার।
এই যাত্রা পথে আছে অনিশ্চিত খানাখন্দ
পা বাড়ালেই ফেরার পথ হয়ে যাবে বন্ধ;
তারপরও যদি সঙ্গিনী করি হিসেব কষে
একটু এগুতেই তুমি হাঁপিয়ে পড়বে বসে।
রবে সুদূরপ্রসারী পিছুটানে স্মৃতি-পরিবার
ম্লানমুখ সহ্য করতে তখন পারবো না আর,
যার খুশিতে টগবগে হয় এই বুকের নগরী
জেনে বুঝে কি করে তারে কাঁদাতে পারি?
একার সমুদ্রে ঝড়-ঝঞ্ঝা জলোচ্ছ্বাস কত
তীরে দাঁড়িয়ে বিদায় দিও অভিযোগে যত,
হাত ছেড়ে দিলো যে বুঝিয়ে মনের সন্তুষ
বিস্ময় না হোক ভেবে নিতে খারাপ মানুষ!
আমি রাখবো ছায়া সঙ্গিনী রোজ দীর্ঘশ্বাসে
চেয়ে দেখবো গাঙচিল উড়া নীল আকাশে,
বিচ্ছিন্ন দ্বীপে দাঁড়িয়েই খুঁজবো লোকালয়
শঙ্কা শুধু মাঝপথে যদি সলিল সমাধি হয়।



কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৯/১১/২০২৩ (সকালে)