নরকের ফয়সালা শুনানো হয় নাই আমার
তারপরও হাজার বছর ধরে জ্বলতে হয়েছে,
প্রচণ্ড উত্তাপ ফুটায়নি টগবগিয়ে মাথা মগজ
উল্টো জগতের দুষণ থেকে আলাদা করেছে।
সাদা কালোর বাইরে আর রঙ ধরে নাই চোখে
রঙধনুর ছড়াছড়ি এড়িয়ে থেকেছি সাদাসিধে,
এখন চামড়ার দুই চোখে কেবল কঙ্কাল দেখি
জীবন্ত কঙ্কালের ছুটাছুটি দেখি বাঁচার তাগিদে।
যত্রতত্র চলে নিষ্ঠার বলি প্রকাশে সততার ধর্ষণ
ভাতৃত্বের সম্পর্ক যেন আজ আদায় কাঁচকলায়,
দুর্বলের উপর সবলের জুলুম সংবিধান মাফিক
দেখতেই মানুষ; মানুষ নয় কর্মকাণ্ডের বেলায়।
বিধান করেই কুৎসা রটালে পতাকায় জঙ্গিবাদ
উগ্রবাদি তকমা প্রচারে যা দেখানোর ইচ্ছা তাই,
মেরে জেতো কেঁদেও জেতো সব সতরঞ্জের দান
পরম সে-তো অবকাশ দিয়েছে ছেড়ে দেন নাই।
পর্দার আড়ালে যুদ্ধ বাঁধিয়ে দাবি করে শান্তিপ্রিয়
আহ্ মানবতার ফেরিওয়ালা নাকি জগৎ সমাদৃত,
ভাবখানা এমন বলার নাই কেউ, মোড়ল পকেটে
জাতি তুমি আজ বিবেকের কাছে জীবিত না মৃত?


কলমেঃ রনি পারভেজ (JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৭/১০/২০২৩ (দুপুরে)