একে একে একাধিকবার চেষ্টা করেছি তো
চূড়ান্ত ধৈর্যের পরীক্ষাতেও হারিয়েছি আশা,
স্বপ্নের একাংশের প্রতিবম্ব আঁকতে গেলেই
মায়াময়ীর মুখ স্পষ্ট হয়না, বাড়ায় হতাশা।
এ অপারগতা কেনো যে তার জানি না কিছু
নাকি স্বয়ং নিজে ছবি হতে আপত্তি জানায়,
স্বপনচারিনী হয়ে এদিকে বুক জুড়েই থাকে
জাগরণে বিলুপ্তি তার যেন সাজা বাস্তবতায়।
এ কেমন সাজা- বিচ্ছেদের নীলে যে টইটম্বুর
কাজলের কালিতে আমায় মেশানো যাবে কি?
আমাকে নাও, অসহ্য বিড়ম্বনার শোষণ থামুক
আত্মার দাবীতে এক জীবনের হও-না জীবনী।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৭-০৩-২০২৪ (দুপুরে)