হয়তো মনে হতেই পারে_
মানুষটার কাছে কমেছে কদর;
সময় করে অসময়ের দাবিতে
একটু স্বরণে আর নেয় না খবর।
মনে হতেই পারে মনের ভুলে_
স্বার্থে লেগেছে তাই স্বার্থপর,
বলা কথা সব যেন গল্প ছিল
ফিরে তাকালো না অতঃপর।


নিজের মত করে নিজের ব্যাখ্যা
মুখে মুখে করে বসো দুর্নাম,
মুখের কথাটাও বুকে মানে না
অমূল্য বলেই উঠে না নিলামে দাম।
অর্ধস্বত্বা বিবাগী ফিরে
মানিনী বুঝে না হাল কি তার;
আত্মা জানে আত্মার খবর
মুখ ফুটে বলার কি দরকার?


বাকি স্বত্বার অধিপতি হও
তাই কাজল মাখে চোখের জল
বুকের দাবি মুখে ফোটে না
কার কাকে চাই ওরে চঞ্চল?
জেদের ভাত কুকুরে খাবে
অভুক্ত থেকে হবেনা উদরপূর্তি,
তুচ্ছ কিছুতে না করে ক্ষতবিক্ষত
চোখে চোখে বাড়ুক আত্মা ফুর্তি।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৬/০৫/২৩