ভেসে গেছি আমি
বেলা শেষে এসে সূর্যটা ঢলে পড়ে পাটে,
যেন মিছেমিছি পাগলামি
এত নাও ছেড়ে গেলো একা বসে আছি ঘাটে।
নির্বোধ বেশে কাঁকড়া বিছে কামড়ায়
কেনো ভুলে গেছি বেমালুম সংবেদন; কাঠের পুতুল,
সে হাসে আর হাসে ভ্রান্তিবিলাসি মায়ায়
জলপরী হয়ে ডুবে গেলো, এদিকে ভেঙ্গে সাড়া কূল।
তবু অপেক্ষা হবে দেখা আরেকটা বার
সে বার নাহয় বেদের মেয়ে হয়েই চলে এসো,
পাড়ের লেখা ঢেউয়ে ফাঁকা বারংবার
তারপরও নাহয় চিনে এই বেখায়ালির পাশে বসো।
নাকি বন্দনা হবে রাজকন্যা বিশাল প্রাসাদে
রুপাঞ্জেলের মতই ভয়ে ভয়ে দেখো তারাজ্বলা আকাশ,
ভয়ের সান্ত্বনা ও হচ্ছে না নিজের বরবাদে
রুপকথায় ব্যাখ্যাহীন থমকে যে আছে বুকের বা পাশ।
শীতল আবেগ আর কিছু মেঘ বৃষ্টি হলে
হাত বাড়াতে সংকোচ দূরের কেউ উৎ পেতে  রয়,
আলোর বেগ না তার অর্ধেক পেলেও
কার সাধ্যি বলো রাজকন্যাকে দেখাবে ভয়?
এই ভুলে চড়াবে শূলে রাজার জল্লাদ
দুঃসাহসিক হলেও  তব অনধিকারের চর্চা  ভারী,
খোঁপার চুলে হরেক ফুলে তার রাণী হওয়ার স্বাদ
তার সম্মানে আর যাই কি করে, করতে রাজ্য চুরি।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ২৪/০৮/২০২২