আজকে তুমি পাথর দ্যাখো
ভারী শক্তমত নিশ্চুপ স্থির;
বুঝি কোমল হাতে শিহরণ জাগে-
রুক্ষ ত্বকে সন্ধান অনুভূতির?
যেন কভু পাথর নয় অন্যকিছু ছিল
খুব পরিচিত খুব যেন চেনা চেনা,
স্পর্শেই এক অতীতের বিস্ময়
চুকেনি যে হৃদয় হৃদয়ের দেনা!
ঝর্ণা ছিলো নির্ঝরী মত
চপল ছন্দে সঞ্চার ছিলো প্রাণে,
পাড় উঠিয়ে তুমি কত নেচেছো
কলকল গুনগুনানির গানে গানে।
সেবার যেদিন নুপুর খোয়ালে
আলতা রাঙা এক পা ছিলো খালি,
আমি সেই অলঙ্কার বুকে নিয়ে
অপেক্ষায় মেখেছি পলি পরে পলি।
তুমি আসনি, এদিকে খাঁক হয়ে সব
আমি ফুরিয়ে রূপের জৌলুস,
আজি পাথরমূর্তি সংবেদন ভুলে
শেষ নিঃশ্বাসেও ছিলো
                    ভালোবাসা নিরঙ্কুশ!!


_____________________________________
কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
রচনাকালঃ ১২/০৭/২০২৩ ( রাত্রির নিস্তব্ধতায়)