নাহ্!!
আমি কঠিন বাস্তবতা ভিত্তি করে ফের দোষারোপ করবো না,
এতোদিনে তো স্মৃতির তাকে ধুলো তার অস্তিত্ব খুঁজে নিয়েছে,
তখন সময়ের অজুহাত ছিলো, ঘড়ি দেখার ভান ধরবো না।


দ্যাখো,
পৃথিবী কোনো সুসম গোলক নয়, ছিলোও না কোনোদিন,
চড়াই-উৎরাই, মরু-বনাঞ্চল, সাগর-পাহাড় এত বৈচিত্র্যতা!
বক্র অবস্থানে সরলমনা হওয়া সে নয় চাট্টিখানি কাজ!


এইযে,
বিবাগী মত দুইয়ের মাঝে অদৃৃশ্য দেয়াল অভিমানের
এতই পার্থক্য করে দেয় যে, ছিলো না কিছুই কোনোদিন
ফাঁকা দেহের খাঁচাটা খোঁজে চলে তার আত্মা মফস্বলে!


সত্যি,
কত যে বৈপরীত্যের মেলবন্ধন এখন আগাগোড়ায়
মন জানে মনের দশা তবে বাহির দুনিয়া বিন্দাস আছে,
যেন নিজ কক্ষপথে আবর্তিত দুই বামন গ্রহ হিসেবে।


বেশ,
চোখে চোখে তাকালে একক রেখায় গ্রহণ হয়ে যায়
কখনো আমার বুক জুড়ে সে কখনোবা আমি তার!
তবু দুইয়ের মাঝে টানাপোড়েনের অনির্ণেয় দূরত্ব!


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ১৩/০৯/২০২০