প্রাপ্তি আমার নাই আর হলো চাতকের বেশে
আমৃত্যু তপস্যা পুষি কালো মেঘের শূণ্যতায়।
ঝুম বৃষ্টির গানে মান অভিমানে বেলার শেষে;
প্রাপ্তি আমার নাই আর হলো চাতকের বেশে।
যদিও হতো স্বপন রূপি নাচনী লোচনে এসে,
বুকে জড়ানোর সাহসটুকু অনাদি শীতলতায়।
প্রাপ্তি আমার নাই আর হলো চাতকের বেশে
আমৃত্যু তপস্যা পুষি কালো মেঘের শূণ্যতায়।



কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
রচনাকালঃ ২০/০৬/২০২৩ (রাত ন'টায়)