তারাবাতি জ্বলে দূর সীমানায়; মর্মাহত ক্ষণ
পতনের অভ্যুদয় তার মহাকালের গহ্বরে!
দ্যুতি হারায় জানে না কেউ, তাই ভিজেনি নয়ন
বিলিন সে ফতুর বেশে জৌলুশহীন অকাতরে।
তারও ছিলো রূপ, টগবগে যৌবনে জ্যোতির্ময়
বিলিয়েছে পরম-শিখা আপোষহীন লাগাতার,
রিক্ততা নিয়ে আনাড়ি ঘটবে জীবনী বিপর্যয়
আক্ষেপ; তার হিসেব মিলেনা প্রাপ্তির সমাচার।
হায় গিলে খেলো কত নক্ষত্র ওই কৃষ্ণগহ্বর
এত খেয়েও আহাজারিতে হয়নি উদরপূর্তি,
নির্দয়া মনে ছায়াপথ জুড়ে পৈশাচিক বর্বর
স্বপ্ন হলেও বিদীর্ণ হবে হোক তা মুঠোতে ভর্তি।
স্বগৌরবের নাম গোগ্রাসে তামাম উজাড়ে ভাই
ক্ষমতা যার তাঁবেদারি তার, কেউ বলার নাই।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ২৭/০৮/২০২২ দিবাগত রাত ২:৩০