আকাশ কেমন জানি আড়ি পুষে আছে
অভিমানের পারদ আজ পর্বত চূড়ায়,
দৃষ্টি জুড়ে ধূসর প্রান্ত নীল সীমানার কাছে
বজ্রবেদির ঝঙ্কারে সে নিজে থেকে বদলায়।


পালটাবে সে, তবু দেখায় আঙ্গুল শাসানি
আমি নাকি ভুলে গেছি যত্ন নিতে তার,
খোয়াব মাঝে আঁধার রাতির তিক্ত উসকানি
দিব্যি জ্বালায় আলগোছে, আমি বলি চমৎকার।

মন রাখতে কত কিছু মনের বিপরীতে
তারপরও সে তন্দ্রাচ্ছন্ন অভিমানে ডুবে,
কাঁচা সোনা তাই বুকে রাখি শ্রান্তির স্থিতিতে
সেই তো সেই ক্ষেপেই যাবে আপন স্বভাবে।


"যেটা চাওয়ার সেটা না দিয়ে কেমন সোহাগ
আহ আমার বীর পুরুষ!" এ যে তীক্ষ্ণ খোঁটা,
তৃপ্তির মুখটার জন্যে না ঘুমাই রাতে সিংহভাগ
সময় বরাদ্দ চায় এদিকে ব্যস্ততায় চিত্ত টুটা।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ 27-05-2019