পরাভূত হয়েছিল বিবেক যে তার
পারিপার্শ্বিক যা শিখিয়েছিল তাই,
ভাবে নাই আপন মনে শান্তাবস্থায়
যারে দিলো দণ্ড তার দোষ-ই নাই।
প্রবল বাসনায় বসতির অন্বেষণে
অপেক্ষা নিয়েও খোঁজেছে উর্বরতা;
বারো মাসে বারো ফলন যে গোলায়
এমন বুকের জমিনে তার ব্যস্ততা!
সুদূরপ্রসারী পরিকল্পনায় আপত্তি
অপরিপক্কতায় তাই যত ভুলচুক,
উর্বর ভূমির প্রেম সদা সার্বজনীন
উপচে পরা অনুভূতি বিলায় সবটুক।
দণ্ডিত করে যারে বিদায় শুনালে
সে অসার অমায়িক নিশ্চুপ আজ,
রুক্ষ ভূত্বকে নেই উপচানোর জল
পরম সত্যে তব জন্মায় ক্যাকটাস!
ক্যাকটাসের ফুল যে ধৈর্যের নাম
গোলাপের গোলামিতে বিকায় না সে,
ভেবে নিও নিজের ফুরসত মতো
সোনার রেনু তুমি উড়ালে বাতাসে!


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৯/০৭/২০২৩ (ভোর বেলা)