বারি বর্ষে; টিনের চালা ঝিরিঝিরি শব্দতে মত্ত
ক্লান্তিতে লোচন পাতা যুগলে সে-কি রাজ্যের ঘুম!
স্বপ্নেরা সহাস্য; পেয়ে যৌবনি উন্মাদনা সমস্ত
খামোখা কবুতর কণ্ঠে গেয়েই চলে বাকবাকুম।
নেতিয়ে গেলো মস্তিষ্কের কোষ, শেষে নিস্তেজ দেহ
সংবেদন সে কচ্ছপের মত গুটিয়ে নিলো স্বত্বা
অবচেতন হৃদপিণ্ডের বেগ; পাশে বসা কেহ -
যে যত্নভরে ঝাঁকড়া চুলে হাত বুলায় অগত্যা।


দেয়াল জুড়ে ছায়া তার পুলকে অট্টহাসি হাসে
বুকের মাঝে জাপটে ধরি বিভোর ঘুমন্ত হয়ে,
অভিমানী চুমু তার সচেষ্ট হবার অভিলাষে -
চোখের কালিতে অমানিশা প্রকট শঙ্কিত ভয়ে!
আলো ফুটলেই প্রবাসের জীবনে পদার্পণ ফের
নারাজির মেঘে বজ্রপাত অভিযোগ আকাশের!


কলমেঃ রনি পারভেজ (JD_কাবলিওয়ালা)
রচনাকালঃ ০৬/১১/২০২২ (রাত্রে)