ধ্রুবতারা



আমারও একটা সুন্দর মন ছিলো
অপার ভালোবাসায় টইটম্বুর,
চোখের পাতায় অগণিত স্বপ্ন ছিলো
তোকে নিয়ে পাড়ি দেব সাত সমুদ্দুর।।
কিন্তু এসব পুরোনো কথা
এখন সময় কই তোকে ভাববার,
চোখের সামনে ছিলাম মূল্য দিস নি
এখন অমূল্য আমি নেই তোর অধিকার।।
জানি ফিরে পেতে চাইবি নতুন করে
অবহেলায় হারানো এই আমাকে,
তোর চিৎকার অনুরোধ কিছুই শুনবোনা
সাড়া দেব না আমি তোর কোনো ডাকে।।
সুযোগ একজনকে কয়বার দেয়া যায়
তবু অনিচ্ছাতেও খুলা রেখেছি মনের দোয়ার,
তুই আসবি কখন আসবি এই প্রত্যাশায়
বুকের জমিনে আচড়ে পড়েছে ব্যথার জোয়ার।।
হোঁচট খেয়ে পড়তে পড়তে শেষ বেলায়
একা একাই দাঁড়ানো শিখেগেছি,
তোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম
তোকে নিয়ে স্বপ্নও বুনেছিলাম মিছেমিছি।।
জ্যোৎস্নার মোহে চাঁদ দেখিস না জানি
খুঁজে বেড়াস চাঁদের পাশের ধ্রুবতারা,
সুন্দরের মায়ায় ছিলি বড্ড উদাসীন
সঠিক বাছাইয়ে ছিলো তোর তাড়াহুড়া।।
আমি এখন ভূগর্ভের নিঁখাদ সোনা
লাভার তপ্ততায় খাটি হয়েছি তিলে তিলে,
চাইলেই দাবী করতে পারবি না আর
এক সময় তো তুমি আমার ছিলে।।
আমি এখন কারো নই!
আমার আমিকে শুধু আমিই ভালোবাসি,
ধ্রুবতারা হই রাতের আকাশে
খুঁজে দেখিস পাবি চাঁদের কাছাকাছি।।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ 18-09-2016