জানি তুই অপেক্ষা বদনে তাকিয়ে দুর্বার প্রান্তে -
তব আমার আমাতে ঠিক মিশিস নিজের অজান্তে,
ইচ্ছে শুধু এই অপেক্ষা না হোক দীর্ঘায়িত আর
আলোর প্রদ্বীপ ঘেরা গোল চত্ত্বরে তুই উপহার।
নিটা-বাঁকা চুল সব পড়ে থাকে বুকের এক পাশে
ঐ আঁচল তার পরম শুভায় মিশে অশান্ত বাতাসে,
জানি ক্লান্ত তবু প্রহর গুনিস আমার ফিরে আসার;
যা নিংড়ে নিস, যা আছে জমা ভালোবাসার জোয়ার।
আঙ্গুল নাচিয়ে অধিকার ভরে বলবি," ছিলাম কোথা?"
আমি হাসবো, বুকে জড়াবো, শুনাবো আদর কবিতা,
অতঃপর আর অপেক্ষা পোহাতে দেবনা মায়ার দেবী
যেমনটা চাস তেমন রাখিস তুলে দিলাম মন পৃথিবী।
আঁধারি রাতের অপেক্ষা প্রাতের তুই জ্বলজ্বলে নূর
সদা চেয়ে থাকি আত্মা পাখি হয়ে ধ্রুবতারা বহুদূর।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৬-০৬-২০১৮