রঙ চিনির বালাই নেই ভীষণ ফকফকা
নীলের বুকে হাওয়াই মিঠাই; বাচ্চামিতে মন,
নাগাল পেলে ভালোই নিতাম পেঁচিয়ে চরকা
আস্বাদনে মুখাবয়ব পেত বেশ নাচনী তখন!
এত উঁচুতে কি মই লাগাবো?
ছ্যাচড়গুলো যদি আড়পেতে পেতে পিছু নেয়!
না থাক- আগের মত ফের ডোবায় পরবো
ওদের সাথে কবেই পেরেছি দৌঁড় বিদ্যায়!
সেবার কত পানি গিলেছি, খেয়েছি পিটনি
এত বছর পরে মায়ের বকা কে শুনবে আর,
নানিও ছিল আস্তমত বেজায় কুটনী
কাদামাটি গালে ঘষে দিয়ে দোষ দিত আমার!
কত কিছুই স্থির দাঁড়িয়ে সোনালী অতীত
চোখ মেললেই আধুনিকতার পর্দা নেমে আসে,
মাটির মানুষ মাটির গন্ধে মাটির উপর ভিত
এইদিকে সব হাওয়াই মিঠা উড়ে গেছে বাতাসে।
আমিই আমার নাদানি রে দেখি কালকের কথা
যেন হাসতে হাসতে লুটিয়ে পঁচিশ বছর পর,
আজকের আমাতে দায়িত্ব কত, কত ব্যস্ততা
সময় কি আর বাধ্য ছিল; থেমে নেই অতঃপর।



_______________________
কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
রচনাকালঃ ১৩/০৭/২০২৩ ( মধ্যাহ্ন বিপরীতে)