নিজেই নিজেকে বলি দু চার কথা
অনেক তো হলো পরাজয় ব্যর্থতা;
এবার নাহয় নিরিবিলি দেখে বসো
ঠাণ্ডা মাথায় জীবনের হিসেব কশো।
কি আর অতকিছু গোল্লা হবে বৈকি
তাই বলে যাবে দেয়া হিসেবে ফাঁকি?
বরাদ্দ সময় যে একা পেরুতেই হবে
এই সবুজ কাননে পাখিদের কলরবে।
আত্মার দাবী আছে বুঝি তো সবটা-
আত্মাই ফুড়ুৎ যাবে উড়ে রেখে দেহটা;
দাবী দাওয়া ক্ষণিকের তৃপ্তির অনুভব
বিলাপের কান্না মিছে পাশে রেখে শব।
এইযে এত প্রেম এত এত ভালোবাসা
দিবসের বাইরে গিয়ে দেখ সব দুর্দশা;
খুব বড়জোর বছর দুইয়ের ব্যবধান
বা তার আগে মনোমালিন্যে অবসান।
মায়া সে এক নির্জীব জড়বস্তুই অন্তত
খেয়াল খুশিতে টগবগে তরুণ প্রাণবন্ত,
বার্নিশ না পেলেই হারায় চকচকে ভাব
কে জানে হবে তা মহাকালের অভিশাপ।
সারসংক্ষেপ জীবনের তুমি শূণ্যই ছিলে
এই শূণ্যেই অস্তিত্ব উবে যায় তিলে তিলে,
সব মিলিয়ে তিন পুরুষ যদি কপাল গুণে
তুমি কে - কে বা তোমার বলো ত্রিভুবনে?


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১২/০৯/২০২৩ (রাত্রিতে)