জ্যোতির সেদিন প্রসব ব্যথা
নতুন মানুষ আলো দেখতে চায়
এদিকে শাশুড়ির গজগজ বেশ
যত বিলাপ নিয়ে দেমাগি চিন্তায়।
" এই খানদানে ছেলেই প্রথম
এ নয় আজিকালের রেওয়াজ! "
রসূনের ক্ষেতে রসূন-ই হবে
অলক্ষ্মীর দশা যদি হলো পেঁয়াজ!
চিৎকার দিয়ে জানান দিলো
বাবায় দৌঁড়ে গেলো ঘরে,
আযান দিতেই তার সহাস্যমুখ
" ঘর ভরে গেছে জ্যোতি নূরে! "
সবাই খুশি পুলকে বেদম
তবে নাখোশ শাশুড়ী মা;
সাত পুরুষের কপাল পুড়েছে
এই বলে দেখতেও এলো না!
মানানোর দায় জ্যোতির একার
সে যে পরের ঘরের মেয়ে,
কত বাঁকা কথা শুকনো চিড়ায়
অশ্রু মুছে হাসির অভিনয়ে।
জ্যোতির মায়েও নুন চিনি ছিলো
অগ্রাধিকার পেত ছোট সহোদর,
রুইয়ের মাথা সে কখনো পায়নি
মেনে যাওয়াই নাকি বোনের আদর!
পুরুষের সমাজে পুরুষেরা কই
নিয়মের নামে অনিয়ম মেয়ে জাতে,
সব মানা লাগবে তুমি অবলা নারী
মানুষ দাবিতে যদি জড়াও আতাঁতে!


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৩/০৭/২০২৩ (মাঝ রাত্রিতে)