দিয়ে দিয়েছি যা সব হাসতে হাসতে
নিজের অধিকারে কিছুই রাখিনি আর,
প্রাণ যেটুকু যতসামান্য ধুকপুক করে
সেও সন্তর্পণে রাস্তা খুঁজছে পালাবার।
কি করবো বলো খুব নিরুপায় আছি
তাবৎ পৃথিবীকে বুঝাতে হয়েছি ব্যর্থ,
হালখাতাতে যা সব বাকির হিসাব
লুটেপুটে নিয়ে গেছে বিবেকের স্বার্থ।
মনমানসিকতা ভালোই বরেণ্য ছিল
কপোলের নসীব খেলেছে দস্যিপনা,
যে মুখটা শীতল অনুভব দিত হৃদপৃণ্ডে
এতদিন পর জানি সে আমার কেউ না!
ফতুর আজি জীবন জুয়ায় বাজি হেরে
মারমুখী অদৃষ্টের কাছে হই নাস্তানাবুদ,
মহান স্রষ্টা প্রিয় সবের কোরবানি চায়
পরিস্থিতির শিকার নাকি আহ্ অদ্ভুত!
তারপরও রণভূমির বুকে নিরস্ত্র আছি
অন্ধকারের গহীন হতে তীর ছুটে আসে,
আমার যুদ্ধ শেষপর্যন্ত আমারই যখন
এহেন পরিস্থিতিতে কাকে চাইবো পাশে?
সুরক্ষার ডাল হওয়া ভারী শক্ত কাজ
লাগাতার প্রহার সহ্য হবে না জানি,
ভালো রাখার দায় ভালোবাসি বলেই
দুঃসাহস করিও না করতে জীবন সঙ্গিনী।
তারপরও অনুভূতিদের রোজ মৃত্যু হয়
প্রকম্পিত নিঃশ্বাসে হয় নিরব আর্তনাদ,
ঐ নাজুক মুখের দ্যুতি আমার আলোক
আলো বাঁচাতে মেনে নিব মৃত্যুর স্বাদ।


কলমেঃ রনি পারভেজ  (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৯/০৮/২০২৩ (রাত্রে)