আমি জানালা দিয়ে দূরের একটা মানুষ দেখি '
কেনো জানি ভয় হয় যেন সে হাত ধরে নেবে;
কিন্তু না - সে একটুও এগোচ্ছে না স্থির মতন
কি অমায়িক দৃষ্টি তার আমি পাই না ভেবে!
ভয়ে ভয়ে তার চোখে তাকাই ; নিষ্পলক সে
এমন আগ্রহের গভীরতা যেন কতকাল দেখেনি,
মায়ার সংবেদনে ভয়ও চলে যায় পরক্ষণে
আমিও কারো চোখের জ্যোতি এতটুকু ভাবিনি!


সে তাকিয়েই আছে চোখে তার আক্ষেপ তেষ্টায়
আমিও একটু দায়িত্ব নিই কাজল পড়ার চেষ্টায়,
পাথর মূর্তি তখন দম নিয়ে রাখে বুকের বামে হাত
আমি হেসে উঠি মনে নির্ঝর রূপে ঝর্ণার প্রপাত!
অতঃপর সে অবাক কুয়াশা মিলিয়ে যে গেলো
কাঁচের চুড়ি হাতে ভেঙ্গেছি, সে কি শব্দ শুনতে পেলো?
আর এলো না দেখা দিতে তবু ধরি জনালার গ্রিল
আবেগ আমার সাদা মেঘের আকাশটা তার নীল।


করে মন ভাড়ী আমি বেচারি
অত বিশাল আকাশে তাকে কোথায় খুঁজি আর,
সে যে অনুজ্জ্বল হারিয়ে নিজ দল
নিয়ে যাক আমায় ; আমি যে জ্যোতি তার।



কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ১৯/১০/২০২২