ছায়াপথে নীহারিকা ছুটেছে করে রঙের ফেরি
কত রঙ কত ঢং একাকারে খুব ছড়াছড়ি,
নীল রঙা আকাশ যদিও সে রঙহীন ভাড়ি-
চোখের বিভ্রমেই রাতে নক্ষত্র জ্বলে বাহারি।
তারই মাঝে স্বরূপ চাঁদের অধিকার রাগ
রোপলী রঙে রাঙবে সে মুছে ক্ষত দাগ,
আমি আকাশ কালোর নিগূঢ়ে ঢেলে রঙের বাগ
প্রেমিক বলেই জ্যোৎস্না বিলাসে এখনো সজাগ।
তবু লোকে আঙ্গুল তুলে চাঁদ কলঙ্কিত ওরে '
আমি তবু তারে জড়িয়ে রাখি এত মায়া করে,
নিরব হলিতে সে নির্বাক মত বিষাদ নিংড়ে
অভিমানী সে একলা একা থাকে আকাশ জুড়ে।
তার কথা সে বলবে না কিছুই বুঝে নিতে হবে
পাঠোদ্ধার করুক তার আকাশ আপন স্বভাবে,
আকাশ আমি খেই হারাই - নারাজি তবে!
নরম গালের অশ্রু মোছার অধিকার কবে?


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ৩০/১০/২০২২ ( রাত একটা)