"সভ্যতা; কেন গ্রাহ্য করনা কলম কে-
মহাকালের নেপথ্যে অস্তিত্বে প্রথম
গজগজে লিখনি মাঝে না নিয়ে দম
স্পষ্ট দলিলে যে বর্ণনা করে স্রষ্টাকে।"
নশ্বর মঞ্চে প্রতিকী চরিত্র নাটকে
কপট লিপ্সায় বাহারি সাজ উত্তম
বেহিসাবির স্বেচ্ছাচারীতা হরদম
অবলীলায় বিকিয়ে ফতুর নিজেকে।


শপথ সেই কলমের, আজি লিখব
অরাজকতার মারপ্যাঁচ আর কত?
তামস নিংড়ে আলোক রশ্মি ফুটবে।
পাখিদের ডানায় দিগ্বিদিক ছুটবো
এঁটে প্রলেপ পীড়িতের ঘায়ে সমস্ত
মালিক সদয় এর কালি না শুকাবে।


লেখকঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ২০-০৩-২০২২ (রাত ১০ঃ৪৫ মিনিট)