আমি ছেড়ে গেছি ঘর পেড়িয়ে জাহাজ বন্দর
উত্তাল সমুদ্রের ঢেউয়ের মাঝে হয়েছি বিলীন,
তব চেষ্টাতে অফুরান না রেখো আর পিছুটান
নিজে থেকে নাহয় সামলে নিলে অনাগত দিন।


ভেতরে যা আছে ভাংচুর বাহিরে হাসি ভরপুর
জলের তোড়ে দোল খাই সাথে দুলছে জাহাজ,
ভেসে উঠে জোড়া তিমি মনে তাই করি তৃণভূমি
সেই বিকেলে জোড়া হাতে ছিলো মেহেদীর সাজ।


চারিপাশের জলরাশি পরিমাণে তোমা ভালোবাসি
আমি এক জাহাজী হয়ে তোমার চোখে নিষ্ঠুরতম,
যেন ছুটে যায় আত্মা ছেড়ে বিবাগী পাষাণ স্বত্বা
কেনো হৃদয়ে পেঁচিয়ে নোঙরের শেকল টানো?


জানি উচাটন মনে বেশ অভিযোগ অভিমানে
নালিশ করে অশ্রুপাতে ভেজাও খোদার আরশ,
অচিরে ফিরবো সঙ্গীনি ও আমার অর্ধাঙ্গিনী
লুট করে নিয়ে যেও যত ইচ্ছা সোহাগ পরশ।।


© রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)