তোমার শহরে সুখীদের সুখ উপচে পড়ে
আমার শহরে দুঃখীদের দুঃখ পাহাড়,
লাল রঙা জবা যেদিন কালচে হয়ে যাবে
জেনে নিও অপেক্ষার হৃদয় বেঁচে নেই আর!
সময় সদা নিষ্ঠুর বদলায় নিজে থেকে অহর্নিশ
সবুজবাগ অনাদর-অযত্নে মরুভূমি হয়ে যায়,
তাই আজি ছায়াপথ ধরে হেঁটে গেছি বহুদূর
নেপথ্যের কারণ যে কটাক্ষে তাড়ানোর দায়!
তুমিই ছিলে জ্বালিয়ে আগুন করেছ সব ছাঁই
আগুন শিখায় মায়া কি বাঁচে অনুভূতি হলে?
পুড়েছে যখন তুচ্ছ জ্ঞানে আফসোস নেই তবে
ছাঁই ঢেলে দিও গাছের গোড়ে সাজবে ফুলে ফলে।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
রচনাকালঃ ১১/০৭/২০২৩ (রাত্রিতে)