অভিযোগ দায়ের করবো কোথায়?
সবকিছু মিলিয়ে শেষে কষ্টটা আমার,
অভিযোগেই কি আর প্রাপ্তির নামান্তর?
কষ্ট দেয়া মানুষটাও তো আমার।
কাছের মানুষ যে বড্ড সখের তোলা
মান অভিমানে কি না কি গুলিয়ে ফেলে,
বুঝের কথায় বুঝ মানবে না একটুও
নিজে নিজেকে পুড়ায় আগুন জ্বেলে।
এত হটকারি সহ্য হয় বুঝি দীর্ঘক্ষণ?
যেন সাফাই গাওয়া কাল হয়েছে খুব,
বাধ্য হয়ে বলি যা ইচ্ছা হয় করো
আমি থেমে যেতে চাই, এই নিশ্চুপ।
ছোট কিছুই এত ঝগড়া, এত বনিবনা
চব্বিশ ঘণ্টাও পাড় হয়না রীতিমত,
ঠাস করে দরজা বন্ধ জানালা খুলে
টম আর জেরির কাণ্ডকীর্তি আছে যত।
শাসায়, আমার নাম যেন না আসে মুখে
সে আর আসবে না, নিষেধাজ্ঞা ভাবনাতে,
আমি নিজেই নিঁখোজ তাকে নাকি খুঁজবো
তাই নিয়ে গেল জ্যোতি বাতি নিজের হাতে।


কলমেঃ রনি পারভেজ (#JD-কাবলিওয়ালা)
সময়কালঃ ২১/০৫/২০২৩