ঠিকই বুঝে নাও খসলে পান থেকে চুন
হাবভাব যেন জ্বলে ওঠা তেলের বেগুন,
বড় গলায় বলেই বস তুমি জানো সবটাই
সব জেনেও তবে কেন উদাসীন এতটাই?
কোন কথায় রাগি আমি, কখন হাসি মনে
এত বাচাল হয়ে আবার চুপ কোন কারনে!
যদি দাবিই করলে চেনো ভেতরের মানুষ
সাবধানী হতে কই থাকে খেয়াল আর হুঁশ?
যদি সবার সাথে গিয়ে নিজেরে মেলাতে হয়
হবেনা তিলোত্তমা, অনন্যা সে একাধিক নয়;
পরম যত্নে এসে হাত বুলায় পাগলের মাথায়
কোল পেতে জানে পাগলের শান্তি কোথায়।
জটিল মাথার কঠিন মানুষে রাখে অধিকার
সবকিছুর হিসেব নিকেশে একদম সোচ্চার।
আমি অশান্ত হই এমন কিছু এড়ায় সন্তর্পণে
ছোট্ট ভুলে কাজল চোখ ভাসায় অশ্রুর বানে।
তুমি আর সে কেনো স্বভাবে আপেক্ষিক হলে
রাতের আকাশে কালো মেলেনা দিনের নীলে।
বলি আকাশ তো একটাই, তাই না?


কলমেঃ রনি পারভেজ (JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৮/১০/২০২৩ (ভোরে)