আমি কষ্টগুলোকে সাজিয়ে রেখেছি,
এইতো ছোট, মাঝারি, বড়ো সব সারিবদ্ধ রাখা।
একেকটার একেক রঙ ঝিকমিকিয়ে উঠে
তার মাঝের নীলটা 'তুমি' বুকের চিনচিন ব্যাথা।
হ্যাঁ, তুমিও আমার কষ্টের স্বরূপ-
নীল বিষে সয়লাব হয়ে মিশেছো আত্মায়।
নিগূঢ় আঁধারিতে চোখ বুজেও ছটফট করি
এক মুহূর্তের বিরতি কই তোমার চিন্তার?
কোনো বিরতি নেই- একদম না,
তোমার ভালো ভাবতে গিয়ে ভালোবাসতে ভুলে গেছি।
আমাতে তাই বরেণ্যতা অবশিষ্ট নেই
বনেদি প্রেমের পসরা সে-তো সাময়িক উন্মাদনা।
আমি একজীবনের খণ্ডকালীন মেয়াদে নয়
খুব করে চাই এসে চোখের পাতায় বসে থাকো।
আমার বুকে তোমার মৃত্যু হোক;
আর নাহয় তোমার কোলে আমার।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৩-০২-২০২৪ (বিকেলে)