তোমার চাওয়া অমূলক নয় হয়তো
কিন্তু পর্বতের শৃঙ্গ মাথা নুয়ায় না যে!
বরফের ভাঁজে ভাঁজে শত মৃত্যুর ফাঁদ
গিরিখাতের নামান্তরে কত প্রাণ গিলেছে।
পেতে নিলে এচিভমেন্ট চড়তে হবে তো
ছোট্ট অংশের বুকে তারপর উড়িয়ো পতাকা,
তবে ভয়ংকর দুর্গম জেনেও পা বাড়াবে?
যেখানে জীবননাশের এত এত শঙ্কা!
তোমার নরম খোলা পা আলতা রাঙা
জ্বলন্ত লাভার সামনে সে যে অসহায়,
তবু জ্বালিয়ে পা কেনোই এগিয়ে আসবে
অন্ধকারে নিমজ্জিত শূন্য উপত্যকায়?
তুমি যার খোঁজে নিজে নিখোঁজ হতে চাও
সে পুড়েছে আগ্নেয়গিরিতে যুগের পর যুগ,
নিঃস্ব কালচে পাথরটাকে বুকে জড়িয়ে কি হবে?
বাস্তবতায় সে একটা পাগল আস্ত উজবুক।।
তোমার পাশে তাকে বেখাপ্পা লাগে যদি
এত কষ্টের জলাঞ্জলিতে তুমিও ভেঙে যাবে,
তিরস্কারের তীর জর্জরিত করবে বক্ষ ছাতি
এতকিছুর পরও ঠোঁটে হাসি শুভা পাবে?
হয়তো পাবে হয়তো পাবে না
আমি ভেবে পরিশ্রান্ত এই অনিশ্চয়তায়,
মনের বল যে কাচের মত, সে ইস্পাত না
ভেঙে যায় ভেঙে গেছে কত ইতিহাস দুনিয়ায়।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ১৭-০৮-২০২২