আর ফয়সালা করতে চায় না ব্যস্ত বিবেক
চায় না করতে বাকবিতণ্ডা হৃদয়ের সাথে।
সবটা সময় ভেটো দেয়ার প্রবণতা ছেড়ে
পাশাপাশিই বসেছে দু'জন রাতের শীতে।


স্নায়ুকোষ মাথার বেশ শান্ত, মনোযোগী সে
আর হৃদয়ের অনুভূতি ধরছে গিয়ে কুয়াশা,
শিরশির হাওয়ায় উড়ছে কয়েক প্রতিশ্রুতি
সেই সুত্রে আসমানীর খোঁজে এত ধোঁয়াশা।


কিছু ফয়সালা আসমানে লিখা বিধান করে
তাই ধন্দ ভুলে মন-মগজে উঞ্চতা পেতে চায়,
দু'চোখ বুজে আত্মা ডাকি; ডাকি তিলোত্তমা
ভাবনায় খুঁজি বিপরীত সত্তা চোখের পাতায়।


নাজুক বড়ো পাপড়ি ফুলের কি আর তুলনা
ছোঁবো কি ছোঁবো না করেই চোখ খুলে যায়!
টের পাই নিঃশ্বাসে মিশেছে তার চুলের গন্ধ
শুধু জানি না কেমন আছে কিভাবে কোথায়।


কল্পিত সুখের নক্ষত্রে ছেয়ে আকাশ পুরোটা
প্রহর গুনি একলা একা কবে দেখবো স্বরূপ!
এক জীবনে পাগলের মত যা পাগলামি করি
আসুক এবার সোহাগ শাসনে করতে নিশ্চুপ।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১২-১২-২০২৩ (রাত্রে)