মানুষ নাকি ছেড়ে যায়
মিলিয়ে যায় কুয়াশার মত আলো ফুটতেই;
সারারাত দাঁড়িয়ে ছিলো জড়িয়ে শীতের চাদর
তখন তো আলস্যে সময় হয়নি দোয়ার খুলতেই!
ভালোবাসা বুঝি এমন হয় উপেক্ষিত সুরে -
অবহেলার পারদ গিয়ে সিলিং ছোঁয় শেষে,
যে আঘাতের যন্ত্রণায় মানুষ নিশ্চুপ হয়ে যায়
কষ্ট পেতে কে চায় বলো মিথ্যে হাসি হেসে?
আত্মা দুইয়ের মিশলে তবে কেনো উদ্যতা-
ভুলের ব্যাখ্যা চাবেই, যদি হয় সে সখের মানুষ;
অধিকার তার শাসন করার ভালো যে বাসে
তিক্ত কথায় তাড়িয়ে, এখন ছেড়ে যাবার দোষ?
পথভুলা কাবলিওয়ালা দাঁড়িয়ে তো ছিলো
"না" বলার দায় পুরোটাই তো স্বেচ্ছাচারীর,
মোড়ক উন্মোচন না করলে স্বত্বের মালিক হয়ে
অপরিচিত বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে পড়লে বিড়বিড়।
উৎসর্গে নাম, তিলোত্তমা আমার ছায়া মানবী
একগাল হেসে আগুনে পুড়ালে জেদের বশে,
বলি জেদ-অভিমান খাটানোর হলে স্বীকৃতি লাগে
নিজের অবস্থান বুঝাতে হয় পাক্কা দশে দশে।


তুমি বুঝিয়েছিলে? বুঝাও নি।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৪/১০/২০২৩ (ভোরে)