অনবরত বৃষ্টির তোপে
নীল আকাশের গাঙচিল হইনি আর;
ভারী মেঘে বজ্রপাত সাথে ঘূর্ণি বায়ু
সেই মেঘ হটানোর কি-ই বা দরকার?
ঝরছে ঝরুক ফোঁটায় ফোঁটায় রাশি রাশি
আবেগের কান্না এ তো চিরস্থায়ী নয়,
বেলা গড়ালে দিনও ফুরাবে
শুধু কেনো আমার মিছেমিছি সংশয়?
আমার আকাশ আমার নামেই আছে
ঘোমট হাওয়ায় নীল গেছে নাহয় চুরি,
অশ্রুর সমুদ্রে নীল মেশাবে মিশাক
কতটুকুই আর ফুরাবে কতই আহামরি?
সমুদ্রের হাঁক নাকি গর্জন করে
অতল গভীরতায় ডুবিয়েছে টাইটানিক,
আমি উদ্বাস্তু হয়ে এক গাল হাসি
গভীরতার এত বড়াই ভেবেছে কি হার্দিক?
দিগন্তের ওপাশে নক্ষত্র জ্বলে তো
নিয়ম করেই সে দিগন্তে অস্ত যায়,
বলি কখনো আনমনে হিসেব কষুক
জানে কি কত নক্ষত্র জ্বলে আমার বুক টায়?
তুমি বিস্তৃত হতে পারো হও
প্রলয় সুনামি, ঝড়-ঝঞ্ঝা, মুশলধারায় বারি
কান্না পেয়েছে তো কান্না করো
নীল নীলে নীলাচল আমার নেই তাড়াতাড়ি!!  


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
রচনাকালঃ ২৮/০৬/২০২৩ (বৃষ্টিস্মাৎ দুপুরে)