অবেলার ডাক তোর কানে পৌঁছে ছিলো
আবেগ টুকুও মিশেছিল স্নানের জলে,
কেন জানি আমি সারাটা দিন অপেক্ষায়
তোর সাথে বাকি পথ চলার বাহানা ছলে।
সময় বয়ে গেছে; গোধূলি হারিয়েছে কত
দিন গুনতে গুনতে ফুরিয়েছে আঙ্গুল ডগা,
আমার মুল্লুকে বেশ তোকে ঘিরেই চিন্তা
ভালো লাগে না তোর অহেতুক রাত জাগা।
ব্যস্ততাতে কাটে দিন সময় কই ভাবার
তাতে তোর অস্তিত্ব জুড়ে পাহাড় অভিমান,
বারণ আছে তোর, তবু দেখ চেয়ে আছি
পেতে আছি কান কখন করবি অপমান।
তোর অবসরে দাঁড়াস এসে জানালার পাশে
মনের পুলকে গান শুনিস উড়িয়ে এলো চুল,
আমি বগলে জড়াই দক্ষিণা বাতাস
যদি হৃদয় কম্পন নাড়িয়ে দেয় কানের দুল।
মুখ ফিরিয়ে তাকিয়ে দেখ একবার
আমি পাশেই আছি দৃষ্টির গোচর,
তোর জেদ আর আমার মনের চাওয়া
এ দুইয়েই দন্দ আমি হই কে তোর?


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ২৫/০৭/২০১৯