এক রকম যুদ্ধই করছি
নিজের সাথে নিজের অমীমাংসিত যুদ্ধ;
মাঝেমধ্যে খুব বেখাপ্পা লাগে
ব্যাখ্যার হয় না কিছুই, থাকি বাকরূদ্ধ!
অনেক কিছুই গত হয়েছে
শৈশব, কৈশোর, যৌবনের অনেকটা;
সময় সন্তর্পণে এগিয়েছে আর শিখিয়েছে জগৎ
বাস্তবতার দূরদর্শিতায় ভালো মন্দ কোনটা।
তাই কখনো সাহস করিনি ভালোবাসতে
ভালোবাসার দায়িত্বই আপাদমস্তক ভালো রাখা;
ওই নিশ্চয়তা আমাকে আকাশ থেকে ফেলে
পায়ের নিচের জমিন বলতে যে পুরোটাই ফাঁকা!
বুক পেতে দিয়ে না হয় মাথার বালিশ দিলাম
জ্বলন্ত কয়লায় যদি পুড়লো আলতা রাঙা পা!
আমার আমাকে কি করে করবো ক্ষমা-
বিবেকের আদালত কোনো অবিচার চায় না।
তাই নিরেট পাথর হয়ে কঠিন মানুষ
কোনো অনুভব এখন আর কাটে না দাগ,
যুদ্ধের দামামায় অকার্যকর সব নীতিকথা;
প্রাণ হারানোর ভয়ে যোদ্ধা হয় না হতবাক।
হ্যাঁ, যুদ্ধই করছি অদৃষ্টের ময়দানে
নিজের সাথে নিজের অমীমাংসিত যুদ্ধ;
পেরে উঠবো কি হেরে যাব জানি না
আমাকে শুধু জালিম ভেবে করো না প্রশ্নবিদ্ধ।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৩/১১/২০২৩ (ভোরে)