নির্মম হত্যা আর ধর্ষণ তুমি,বন্ধ করো ওরে বেহায়া  বাঙ্গালী-
শুনেছো কি ওপার দেশে মানুষগুলি, তোমায় দিচ্ছে কেমন গালি।
দেশকে নিয়ে গর্ব করে  হয়ে গেছো আজ সবার কাছে তামাশার ই পাত্র-
স্বাধীনতার এ-ই তো গেলো ৪৭ টি বছর মাত্র।
কতো করবে আর অপমান, নিজের দেশেরে তুমি-
তোমার জন্য লজ্জিত আজ আমার প্রাণের মাতৃভূমি।
ভেবে কি দেখো নি একবার তুমি,এ দেশের মঙ্গলের ও কথা-
যার জন্য দিলো প্রাণ হাজার ও শহীদ,আনলো স্বাধীনতা।
তুমি করলে চুরি,করলে খুন,দিলে বিবেকের গলায় টিপ-
তোমার জন্য নিভলো আজ মানবতার ও  প্রদীপ।
করলে তুমি ঋণ খেলাপী,দেশের অর্থ লুট-
নারীর ইজ্জত খুইয়ে তুমি হলে আবেগ আপ্লুত।
তোমার জন্য আমার দেশে  বাড়ছে  ফাইন-
আর কতো শতো আইন।
তুমি সব,ছড়িয়ে গুজব,করছো জাতিরে ভীত-
গণপিটুনির নামে করছো হত্যা,কঠোর তোমার হৃদ।
তুমি তো ভাই বাঙ্গালী নামের দেশের কলঙ্ক-
তোমায় দিয়ে শূণ্য বড়ো লাভের ই অঙ্ক।
হচ্ছে নিয়ম,হচ্ছে বিধি
তোমার তাতে কি?
তুমি যে এক বেহায়া বাঙ্গালী।