হয়েছে সময় হয়েছে রুঁখে দাড়াবার আজ-
ওহে শোনো আমার নির্ভীক ছাত্রসমাজ;
আর যেনো না হারাতে হয় মোদের একটিও  কোমল প্রাণ-
কেনো আজ কেনো এই মানবতার অবসান?


জানি হারানো জীবনগুলি পাবো না ফিরে আর-
শুধু  বিচার চাই, বিচার সবাই আমাদের ই ভাই-বোনের হত্যার-
আমরা চাইনি কভু ভাই কারো দিকে তুলতে আঙ্গুল-
কেড়ে নিলে কেনো তবে তিন তিনটি জীবন্ত ফুল।


বলো আজ বলে যাও কেউ,কি ছিলো তাদের ভূল?
কি ছিলো অপরাধ সেই মা-বাবার যারা সন্তান হারানোর আর্তনাদে আজ ব্যকুল।


কে মানছে আজ কোথায়, কোথাকার আইন-
বাড়ছে শুধু বাড়ছে জনতার ফাইন;
শাসকের অস্ত্র ই যখন ভোঁতা-
তখন থাকবে কি আর সমঝোতা;


কমিয়ে ক্রুদ্ধ থামিয়ে যুদ্ধ-
সব ক্ষুদ্ধ হোক রুদ্ধ;
বৈষম্য পেরিয়ে আসুক সাম্য-
এ হোক সবার কাম্য।