বৈশাখ তো নয় শুধু পান্তা ভাতে-
রমনায় বসে বিলাসবহুল ইলিশের সাথে;
বৈশাখ নয় মানুষের ভীড়ে শ্লীলতাহানি -
কোনো বাঙালী তরুণির জীবন কুরবানি।
বৈশাখ নয় কোন ভীনদেশী গানে-
বাংলা ভাষার প্রতি অসম্মানে;
বৈশাখ কি শুধু  রাজনৈতিক দল মিলে-
পথ আটকে  সভা-সেমিনার আর মিছিলে;
বৈশাখ কি শুধু ধনী বাঙালির অর্থ অহংকারে-
দেশকে লুটিয়ে খাওয়া ঝুলির ভারে?
বৈশাখ নয় আমার বাঙ্গালীত্ব-
বাঁচিয়ে রাখার অস্তিত্ব।
বৈশাখ কি বন্দী শুধু মেলায়-মেলায়-
নাগরদোলায় দোলনা খেলায়।
নাকি তা বদ্ধ-আবদ্ধ নানান অসাধুতায়-
বৈশাখ হোক প্রাণের সাথে প্রাণের  বন্ধনে,দেশের প্রতি ভালোবাসায়।