মাগো তোমার সেই ছোট্ট খোকা -
বড়ো হয়েছে আজ;
আগের মতন নয়তো সে বোকা-
কমেছে অনেক লাজ।


রাত কে আর পায় না সে ভয়-
রয় খোকা ভীষণ একা;
আধার কে যে করতে জয় -
তোমার থেকেই নাকি শেখা।


খোকা তোমার এখন কষ্ট পেয়ে-
করে না কভু কান্না;
ক্ষুধা পেলে নেয় যে খেয়ে-
নিজেই করে রান্না।


দুচোখ জুড়ে ঘুম নাও যদি আসে-
এখন রোজ রোজ;
আর সে-
করে না তোমার খোজঁ।



খোকা তোমার এখন বড়ো জীবনসংগ্রামী-
বাস্তবতার সাথে করছে লড়াই;
গড়তে আগামী-
ছেড়ে সব দাম্ভিক্য-বড়াই।