আজ আমি দেবো পাড়ি,বিশাল আকাশ-বাড়ি-
ইচ্ছে আমার বড্ড-ভারী,হবো আমি নভোচারী,
বানিয়ে আমি মেঘের ভেলা,সেথায় চড়বো সারা বেলা-
বৃষ্টির সাথে করবো খেলা,আর তুফানেরে অবহেলা ;
সেই আকাশের একটি তারা,স্বর্বহারা -দিশেহারা -
আর ভীষণ ছন্নছাড়া,সেই তারারে দিবো আমি দিবো পাহাড়া;
নেবো তারে সঙ্গী করে,ভীষণ মায়ায় পড়ে-
নেবো আরো তারে বুকে ভরে,যেনো আগুনেও না পোড়ে।
সেই তারা টির সাথে আমি,করবো পাগলামী -
পড়লে আধার নামি,সেই তারাটি দামী।