পাখির কণ্ঠে ভাসিলো গান গুন-গুন-গুন-গুন-
সরিষার বনে লাগিলো রঙের  আগুন;
আসিলো শোনো সবে আসিলো ওরে আসিলো ফাগুন!


ফুটিলো ওরে ফুটিলো ফুল-
গাছে গাছে পলাশ-শিমুল;
আর দিলো হাওয়া ভোরের বসন্তের পাতায় পাতায় দুল।


উঠিলো ভরে বর্ণিল পাতায় গাছের ডাল-
আর প্রকৃতি ফাগুনের রুপে-গন্ধে হলো মাতাল;
মিলিয়ে কোকিলের কন্ঠে তাল।


আসিলো ফিরে যেনো সেই বসন্তে পুরোনো সুর সব -
আর ফেলে আসা উচ্ছ্বাসের কৈশোর-শৈশব ;
আর আসিলো সব-কলরব;


লাগিলো  আনন্দ জনে জনে-
আমার-তোমার-সবার মনে;
ফাগুনের আগমনে।