তোমরা কি কেউ বলতে পারো আজ!
আকাশ কেনো সেজেছে মেঘে মেঘলা সাজ?
বন্ধ করে আলোর দুয়ার!
কেনো নেমেছে অন্ধকার?


পথের ধূলোয় দিচ্ছে ধাওয়া –
কেনো বয়ে যাওয়া ওই দমকা হাওয়া?
বাধ-ভাঙ্গা ওই পানির স্রোত উঠছে ফুলে-
কেনো ওই নদীর কূলে।


দুলছে কেনো গাছের পাতা-
ঘুরছে কেনো মাথা?
ভাংছে কেনো পাখির বাসা-
কাদছে কেনো চাষা?


ভাংলো কেনো গাছের ডাল!
কেনো ছিড়ছে নৌকার পাল?
ভাংলো কেনো আমার শখের ঘর ?
আসলো বুঝি তুফান ওই আসলো ঘূর্ণিঝড়।