ওগো যুদ্ধবীর!
তুমি ঝড়িয়ে তোমার দেহের রক্ত-ঘাম-
করেছো সংগ্রাম;
এনেছো স্বাধীনতা-
উড়িয়েছো বাংলার বুকে লাল-সবুজের পতাকা,
আজ তোমায় ঘিরে জনতার ভিড় -
জানায় শ্রদ্ধা জানায় তোমায় হৃদয়ে সু-গভীর ।


ওগো তুমি করেছো খাটি -
বাংলার মাটি;
ভিজিয়ে অটল-
তোমার রক্ত-জল,
ওগো তুমি বীর-
বীরোত্তম পদবীর।


ওগো তুুমি এনেছো জয়-
দিয়ে প্রাণের বিনিময়;
তোমার জন্য আজ ঘন-নিবিড়-
উচ্ছ্বসিত প্র্রাণের শিবির।
ওগো আজ তাই তোমার স্মরণে-
বাড়াই কন্ঠ আমি মুক্ত-জাগরণে।