আরে আরে-
আজ চুপিসারে;
কে ডাকে,বাঁকে বাঁকে!
এ-ই আমাকে?

কানে কানে-
আজ গানে গানে;
কে চায়,কি শোনাতে হায়!
এ-ই আমায়?

দূরে দূরে-
সুরে সুরে;
কে যেনো কোথায়,আরে হায়!
দেয় সাড়া,আমার ইশারায়?

থাকি থাকি -
মেলে আঁখি;
কি ভেবে, কে জানি?
আমায় দিচ্ছে হাতছানি!