প্রতিদিন কতো প্রাণ হয় নিষ্ঠুরতার শিকার-
কেউ কি কখনো হিসেব রেখেছে তার?
রোজ রোজ কতো লাশ-
হয়ে রয় ইতিহাস।
কতো মানুষ হারায় বাঁচার অধিকার।
কেউ কি কখনো হিসেব রেখেছে তার?


কতো যে স্বপ্ন,কতো অভিপ্রায় -
প্রাণের সাথে বিলীন হয়ে যায়।
কতো আর্তনাদ,কতো চিৎকার-
কতো বিলাপ,কতো হাহাকার;
কতো মৃত্যু রেখে গিয়েছে সাক্ষী কঠিন বর্বতার-
কেউ কি কখনো হিসেব রেখেছে তার?


লাল-খুনে-
গুণে-গুণে;
কোথায় কখন কে জেনে-শুনে-
প্রতিশোধের বীজ বুনে;
করেছে কে কার প্রাণের শিকার !
কেউ কি কখনো হিসেব রেখেছে তার?