আমি ভোর-কাগজে রোজ-
দেখেছি হতে নিখোজ;
শত-সহস্র প্রাণ।


আমি কোনো বাড়ানো রাতে-
দেখেছি হারানো খাতে;
জীবনের অবসান।


আমি দেখেছি পথের মোড়ে-মোড়ে-
কতো স্বপ্ন শেষ রাত্রে তথা ভোরে;
হতে কোরবান।


আমি দেখেছি আবার দেখেছি চোখ পাতায়-
কারণ-অকারণ শোক-মাতায়;
আর ইচ্ছে গুলি হতে ম্লান।