ঘড়ির কাটায় টিক টিক টিক-
১২ টা বাজতেই ঠিক;
সময়টা বাড়ালো পা-
নতুন বছরে জমিয়ে সভা।
পুরোনো দিন, পুরোনো ঋণ-
পুরোনো স্মৃতি,পুরোনো রীতি;
যাক আজ যাক ঝড়ে -
আগমনে নতুন বছরে।
চাদের ওই নতুন আলো-
আজ নতুন করে লাগুক ভালো।
আর লাগুক বড্ড মধুর-
নতুন দিনের পুরোনো পাখির কন্ঠের সুর।
আজ জলেতে জাগুম নতুন স্রোত-
আর আকাশ ভরে উঠুক নতুন রোদ।
ভূলে যাক সবে পুরোনো ব্যথা পুরোনো কষ্ট সব।
নতুন দিনের জাগুক আজ নতুনের উৎসব।