কোনো এক গ্রীষ্ম দুপুরে-
দাঁড়িয়ে রোদ্দুর পুড়ে;
দেখেছিলাম চেয়ে  একটি মেয়েকে থেকে দূরে-দূরে।


চোখ গুলি  ছিলো তার-
কাজল টানা আর;
চুলগুলি কালো অন্ধকার।


আর তার ঠোটের হাসি মধুর এমন-
বারেবারে কাড়ে ও এ মন;
সে বিহীন লাগে  যেনো আজ উদাসীন যেমন।


তার অল্প-স্বল্প-গল্প কথায়-
আবার কখনো  তার নিরবতায়;
পালিয়ে বেড়ায় মন আমার না জানি কোথায় কোথায়।


হয় নি শোনা পেতে দু কান-
তার কন্ঠে আজ ও গুন গুন করে ওঠা গান;
হয় নি আজ ও কারো ভাংগানো অভিমান।


ভেবেছিলাম চাহিয়া তার রুপ-বদন-
রাখিবো বুকে করিয়া যতন ;
তবে সে আজ আছে তার ই মতন।


তার আছে মন জুড়ে বুঝি কালো কালো মেঘ-
চলছে মৌন ঝড়,বিনে হাওয়ার বেগ;
নেই কোথাও আর তার বেচে কোনো আবেগ।