আজ নেই কেনো নেই হায়-
নেই চেতনা মানব শিরায়;


নেই কোথাও নেই আজ নেই কলরব-
আজ কেনো স্তব্ধ সব মানব রব?


কোথায় যেনো যায় শোনা যায় রুক্ষ হুংকার-
না যেনো  হচ্ছে কোথাও হচ্ছে আবার সূক্ষ্ম খুন কার;


কাঁপছে শরীর কাঁপছে হৃদয়-
লাগছে বড্ড ভয়;


ভাংছে ঘুম স্বপন পাড়ে-
জানছে হুকুম গোপন সাড়ে-


পড়বে নাকি আজ ই হানা-
চলবো না কো চলবে না কোনো বাহানা।


আজ ই চলো করি জাগ্রত সংগ্রাম-
জুড়ে শহর-নগর-গ্রাম।