আজ-ই এই আমার স্বপ্ন ছোঁয়ার দিনে-
ও প্রেমী না জানি তুমি কার অধীনে!
কে জানে রাখছো হাত তুমি কার হাতে-
হাঁটছো তুমি কার সাথে কোন সে অজুহাতে ?
সেদিন তুমি হারিয়েছিলে আমার শহর ছেড়ে-
জীবনের সাথে যুদ্ধে তবু আমি যাই নি হেরে।
যেমন চেয়েছে মন-
নিজেকে গড়েছি তেমন।
তুমি যেনো শুধু হায়;
ছিলে মোর অনুপ্রেরণায়।
তোমায় নিয়ে লেখা সব কবিতা-গল্প-ছড়া-
কিবা গাওয়া গানের কয়েক কলি আর অন্তরা;
স্মৃতিময় শুধু নয়-
যেনো তোমার অস্ত্বিত্বের বিস্ময়।
আঁকা ছবিগুলো পড়ে গিয়ে তোমার প্রেমে-
আজ বন্দী দেয়াল ফ্রেমে।
তবু নয়,অনুনয়।
জীবন সে তো মোর গতিময়।