শোনো সবে আজ আমি বলবো-
অজপাড়াগাঁয়ের সেই কালো মেয়েটির গল্প;
জন্ম হয়েছিলো যার গরীব ঘরে-
শত অযতন আর অনাদরে;
না ছিলো তার বাবার অর্থ খুব-
আর নাই বা ছিলো তার তেমন রূপ;
আকাশ ছোঁয়া ইচ্ছে তার-
কল্পনাতেই কাটতো সাঁতার;
হঠাৎ করে ঠিক হলো তার বিয়ে-
লক্ষ টাকার যৌতুক দিয়ে;
ঘটক কহিলো বিয়েটা নাকি হবে আজ-ই-
তবু মেয়েটি কিছুতেই হয় নাকো রাজি;
কালো বলে তাকে বুঝি নিচ্ছে কিনে তারা টাকার বিনিময়ে,
গরীব বাবা বলছে না কিছু মান হারাবার ভয়ে,
না পেয়ে  উপায় কিছু,   দিলো মেয়েটি  গলায় দড়ির ফাসঁ-
ডাকলো এনে সে,অবশেষে নিজের সর্বনাশ।